চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে দুই হাজার ৪৫৭ জনের নমূনা পরীক্ষা করে ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসেবে ২ দশমিক ৯৭ শতাংশ। এদিন করোনায় চট্টগ্রামে কেউ মারা যাননি।

রোববার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ৫০ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৪৬ জন। আক্রান্তদের মধ্যে ৯১ হাজার ৬৬০ জন নগরের বাসিন্দা, ৩৪ হাজার ৩৮৬ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

বিশেষজ্ঞদের অভিমত হলো— শনাক্তের হার ৫ শতাংশের কম হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বলা যাবে। আর তা যদি ১ শতাংশের কম হয় তবে করোনামুক্ত বলা যাবে। সে হিসেবে চট্টগ্রামে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে বলা চলে।

মন্তব্য নেওয়া বন্ধ।