চট্টগ্রামের সীতাকুণ্ডের বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মরহুম আব্দুল খালেকের ছেলে মো. মনির (৫০) ও বগুড়ার শাহাজানপুর থানার মো. দিলবার পাইকারের ছেলে মোহাম্মদ জিয়াউর রহমান (৪০)।
এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার চালক কালু শাহ মাজার এলাকার বাসিন্দা মো. শহীদ (৩২)।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশারচালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।