চট্টগ্রামে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

বন্দর ও ডবলমুরিং খানা সীমান্তবর্তী আগ্রাবাদ এলাকার একটি খাল থেকে মো. জসিম নামের ৮ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো বলে জনা গেছে।

রবিবার (৯ জুন) স্থানীয় লোকজন খবর দিলে থানা পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

উদ্ধার হওয়া ওই শিশু নগরীর ডবলমুরিং এলাকায় মা-বাবা সাথে বসাবাস করত। তার বাবা রিকশাচালক এবং মা বাক প্রতিবন্ধী।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, খালের মতো বড় নালায় ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভুলবশত খালের পাশের নালায় পড়ে এ ঘটনাঘটতে পারে।

মন্তব্য নেওয়া বন্ধ।