চট্টগ্রামে গাড়ির ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রাম নগরীর আদালতের কোর্ট হিল সড়কে পুলিশের গাড়ির (লেগুনা) ধাক্কায় মো. হেলাল উদ্দিন (৩০) নামে যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে কোর্ট হিল সড়কের রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা । তিনি চট্টগ্রাম আদালতে কর্মরত আইনজীবী মো. বেলাল উদ্দিনের ভাই। এ ঘটনার পর থেকে আদালতের আইনজীবীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আজ দুপুর ৩টা ২০ মিনিটের দিকে কোর্ট হিলের ঢালু সড়ক বেয়ে নামার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৯৮ নম্বর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হেঁটে যাওয়া এক যুবককে জোরে ধাক্কা দেয়। এতে ওই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাকলিয়া থানার একটি গাড়ি আদালত থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটির ধাক্কায় একজন নিহত হন। এটি দুর্ঘটনা ছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।