চট্টগ্রামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টেকসই উন্নয়নের থ্রি জিরো তত্ত্ব, হেলদি সিটি, সোশ্যাল মিডিয়ার উপর রচনা, চিত্রাঙ্কন এবং বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে বেসরকারি সংস্থা অর্গানাইজেশান ফর ডিজেস্টার ম্যানেজমেন্ট সোসাইটির (ওডিএমএস) উদ্যোগে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অন্তর্ভুক্ত স্কুল এন্ড কলেজগুলোতে আগামী দুই মাসব্যাপী এই প্রতিযোগিতা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হালদা বিশেষজ্ঞ এবং চবির প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম কিবরিয়া।
কি নোট স্পিকার ছিলেন চবির মেরিন সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার, বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুল পাশা ভূঁইয়া, মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, ওডিএমএসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.আর.চৌধুরী মিল্টন, পরিচালক আক্তার হোসেন ও সরোয়ার আলম রিয়াদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলিমা কবির।
প্রধান অতিথি ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আমাদের আগামী বাংলাদেশকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে হবে। ভবিষ্যত প্রজন্ম নিরাপদে বেড়ে উঠা নিশ্চিত করার জন্য ড. ইউনুসের ‘থ্রি জিরোর’ উপর জোড় দিতে হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রী দুটি করে গাছের চারা রোপনের শপথ নিতে হবে, যাতে করে কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং অক্সিজেনের মাত্রা ধরে রাখা যায়।
কি নোট স্পিকার আয়েশা আক্তার বলেন, পরিবেশ দূষণে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক প্রভাবগুলো সচিত্র প্রদর্শন করে স্বাস্থ্যকর পরিবেশের জন্য ছাত্র-ছাত্রীদের সচেতন হতে হবে। নবায়ন যোগ্য শক্তির ব্যবহার, টেকসই কৃষি পদ্ধতি, বর্জ্য ব্যবস্থাপনা, জল সংরক্ষণের মাধ্যমে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে ড. শফিকুল ইসলাম বলেন, ওডিএমএস জলবায়ু পরিবর্তনের সচেতনতার চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের রচনা, ড্রয়িং এবং স্পিচ কম্পিটিশানে ছাত্র-ছাত্রীরা সবাই অংশ নিয়ে এর উপর সামাজিক সচেতনাতার কাজ করবে এটা আমাদের প্রত্যাশা।
মন্তব্য নেওয়া বন্ধ।