চট্টগ্রাম নগরীর এক মুদি দোকান থেকে টাকা চুরি করে সেই টাকায় গয়না কিনে নোয়াখালীতে বিয়ে করতে গেলো রুবেল হাওলাদার ইমন নামের ঝালকাঠির এক যুবক। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই ধরে চট্টগ্রাম নিয়ে আসলো সিএমপির বন্দর থানা পুলিশ।
লিটন হাওলাদার ইমন (২৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের দত্তের পশার বুনিয়া মাজের বাড়ীর মৃত রুহুল আমীন হাওলাদারের ছেলে। চট্টগ্রাম নগরীর বন্দর থানার কালুগলির কার্টন ফ্যাক্টরির সামনের জাফর বিল্ডিংয়ে বসবাস করতো ইমন।
ইমনের স্ত্রী চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকুরি করেন। দুই বছর আগে তাদের সন্তান জন্মের সময় মারা যায়।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা চট্টগ্রাম খবরকে বলেন, ইমনকে মঙ্গলবার রাতে নোয়াখালীর চরজব্বার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণ মধ্যম হালিশহরের ঢাকাইয়া কলোনীর সামনে রনি স্টোরে চোর ঢুকে দোকানের ক্যাশ ভেঙ্গে এক লাখ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। দোকানের মালিক নাঈম মোল্লা বন্দর থানার অভিযোগ করেন।
নাঈম মোল্লার অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পায়—রাত ৩.১৪টায় ইমন দোকানে প্রবেশ করে। ৩.৫৬ মিনিটে দোকান থেকে বের হয়। এই সময়ের মধ্যে ইমন দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করে।
ইমনকে শনাক্ত করলেও ইমন শহর ছেড়ে চলে যায় বিয়ে করতে নোয়াখালী। পুলিশ গিয়ে ইমনকে গ্রেপ্তার করে। ইমনের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং চুরি করা টাকা দিয়ে বিয়ের জন্য কেনা ১ জোড়া কানের দুল ও একটি নাক ফুল উদ্ধার করে। যাহার মোট ওজন ২ আনা ৩ রতি, মূল্য ১৬ হাজার টাকা।
ওসি বন্দর সঞ্জয় কুমার সিনহা আরও বলেন, নোয়াখালীতে যে মেয়েকে বিয়ে করতে চুরি করেছে ইমন সেই মেয়ের বড় বোন ইমনদের প্রতিবেশী। বোনের বাসায় বেড়াতে আসলে ইমন সেই তরুণীর সঙ্গে প্রেমে জড়ায়। প্রথম স্ত্রীকে বেড়াতে যাওয়ার কথা বলে নোয়াখালী গিয়েছিল বিয়ে করতে।
মন্তব্য নেওয়া বন্ধ।