চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন ওয়াসা মোড় এলাকার জমিয়তুল ফালাহ মসজিদের পাশ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ফরহাদ ওরফে শুভ (১৯) নামে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া আছিয়া মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর দুপুর ১টা ২০ থেকে ১টা ৪৫ এর মধ্যবর্তী কোনো সময়ে জমিয়তুল ফালাহ মসজিদে প্রবেশের পশ্চিম গেট এলাকায় রাখা একটি সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাকিব বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, মসজিদের পাশে রাখা চুরি হওয়া একটি মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে
মন্তব্য নেওয়া বন্ধ।