চট্টগ্রামে চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৫টি চোরাই মোবাইলসহ মো. হারুনুর রশিদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন কুমিল্লা জেলার লাকসাম থানার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, পুরাতন রেল স্টেশন এলাকা থেকে এক চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন মডেলের ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।