চট্টগ্রামে চোর গ্রেপ্তার করে ১৯ ভরি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামে একেটি দোকানের লকার থেকে স্বর্ণ চুরির দায়ে মো. আমির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে একটি চায়ের দোকানের ক্যাশের ভেতরে লুকানো অবস্থায় চুরি হওয়া ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন ওয়াসা রোডের মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মো. আমির হোসেন চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

জানা গেছে, কোতোয়ালী থানাধীন হাজারী লেইন হাজারী মার্কেটের উদয়ন জুয়েলার্স নামে একটি দোকানের ভেতর থাকা লকার হতে ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি ওজনের স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক শিবপদ ধর বাদী হয়ে একটি মামলা দায়ের করলে সিসিটিভি ক্যামরার ফুটেজ পর্যালোচনা করে চোরকে গ্রেপ্তার করে চোরাইকৃত স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির বলেন, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমরা স্বর্ণ চোরকে ধরতে সক্ষম হয়েছি। পরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।