চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলায় আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত মো. সাদ্দাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম। তিনি জানান, গতকাল রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ভোলার চর ফ্যাশনের পশ্চিম এওয়াজপুরের মৃত আলী আজমের সন্তান। তিনি বর্তমানে চাক্তাই থাকতে বলে জানা গেছে।

র্যাব জানায়, সম্প্রতি দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ৪ আগস্ট ভুক্তভোগী মো. ইব্রাহিম (১৯) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করেন।

এ সময় বাকলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী মো. সাদ্দামসহ আরো ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ আমতল মোড় সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে ভুক্তভোগীকে এলোপাতাড়িভাবে মারতে থাকে।

ভুক্তভোগীর দুই বন্ধু এবং অজ্ঞাতনামা কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করতে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করে।

এক পর্যায়ে আসামি মো. সাদ্দাম বাটাম দিয়ে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার চেষ্টা করে। তবে ভুক্তভোগীর সতর্কতার ফলে কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় সকল আসামি তাকে বেধড়ক মারপিট করতে থাকে।

র্যাব আরও জানায়, গত ৫ সেপ্টেম্বর ভুক্তভোগী মো. ইব্রাহিম বাদি হয়ে নগরীর কোতোয়ালী থানায় ৮ জনের নাম এবং অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামির বরাতে র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে মো. সাদ্দাম নিজের পরিচয় নিশ্চিত করেছেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরীর কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।