চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে আকবরশাহ থানা পুলিশের অভিযানে নগরীর বিভিন্ন ছিনতাই স্পট এবং অন্ধকার এলাকা থেকে তাদের গ্রেফকার করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মো. অমিত হাসান রিয়াজ (১৯), মো. ইদ্রিস (রাজু) (৩২), মো. খালেক (২৫),মো. মামুন (২০), ইয়াছিন আরাফাত (২৫), মো. খালিদউজ্জামান লিটন (২০), মো. জামাল উদ্দিন (৩৫) এবং মো. রুবেল (২৭)।

পুলিশ জানায়, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।