চট্টগ্রামে ছুরিকাঘাতে আকিব হোসেন নামে এক প্রবাসী খুন হয়েছে। ‘পরকীয়ার জেরে’ এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ও স্ত্রীর বন্ধুকে হেফাজতে নিয়েছে পুলিশ।
৩২ বছর বয়সী আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায়। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন, থাকতেন চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায়।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, “আকিবের স্ত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল নামে এক যুবকের পরিচয় হয়। আকিবের সন্দেহ তার স্ত্রীর সাথে সাইফুলের পরকীয়া সম্পর্ক আছে।”
ওসি বলেন, শনিবার সকালে বিষয়টি নিয়ে আকিবের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় সাইফুলকে বাসায় ডেকে আনা হয়। এরপর আকিবকে ছুরিকাঘাত করেন সাইফুল। এসময় ধস্তাধস্তিতে সাইফুলও জখম হয়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ আকিবের লাশ উদ্ধার করে এবং আহত সাইফুল ও আকিবের স্ত্রীকে হেফাজতে নিয়েছে। হত্যকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি জাহিদুল।



মন্তব্য নেওয়া বন্ধ।