চট্টগ্রাম নগরীর খুলশী থানায় আমবাগান এলাকায় ছুরিকাঘাতে হৃদয় (২৪) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। তাঁকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, আমবাগান এলাকায় এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। কেন বা কারা তাঁকে খুন করেছে তা জানার চেষ্টা করছি। নিহত হৃদয়ের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।