চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৩

পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রাম নগরীতে মো. আজিম (১৮) নামে এক তরুণকে ছরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) ডবলমুরিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আগ্রাবাদস্থ চৌমুহনী কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ তিনজনকে আটক করা হয়। তবে আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহত মো. আজিম চৌমুহনী এলাকার জাবেদ টাওয়ারের রফিকের ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ভুক্তভোগী আজিম ঘটনাস্থলে একা ছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাতনামা কয়েকজন এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।