চট্টগ্রামে ডাকাতির খবরে পুলিশের রুদ্ধশ্বাস অভিযান শেষ হলো গ্রেনেডে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় একটি শিল্পগ্রুপ মালিকের আত্মীয়ের বাড়িতে ডাকাতির খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ আসার খবরে ওই বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতদল। সবশেষ একটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বাড়ির মালিককে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রবর্তক সংঘের বিপরীতে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় এঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- বায়েজিদ ও আকাশ। তাছাড়া আরও ঘটনাস্থল থেকে আরও একজন পালিয়েছে। এখনও পর্যন্ত তার নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় ওই ভবনে ঢুকে তিনজন ডাকাত। তারা ওই ভবনে আগে কাজ করতেন। ভবনটি লোকমান নামের এক ব্যক্তির মালিকানাধীন। ষষ্ঠ তলার ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন লোকমান। ভবনে ঢুকে লোকমানের বাসাতেই হামলা চালায় ডাকাতদল। ডাকাতির ঘটনা বুঝতে পেরে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। ঘটনা শুরুর পরপরই খবর পেয়ে বেলা দেড়টা নাগাদ পুরো ভবন ঘিরে ফেলেন পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। বেলা ২টায় ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। পরিস্থিতি বেগতিক দেখে ভবন মালিক লোকমানকে জিম্মি করে ডাকাতদল, আটকে রাখা হয় ফ্ল্যাটের একটি বাথরুমে। অন্যদিকে দীর্ঘক্ষণ ঘিরে রাখার পরে সেখানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বেলা আড়াইটায় ভবন থেকে বেরিয়ে এসে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, পাঁচ মিনিটের অপারেশনে আমরা লোকমানকে উদ্ধার করি। তিনি কিছুটা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাকে রক্ষা করার জন্য আমরা একটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। এ ঘটনায় দুজন ডাকাতকে গ্রেফতার করেছি। আমরা আসার আগেই আরেকজন পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলমান। ওই ফ্ল্যাটে কতজন বাসিন্দা ছিলেন, কত জন প্রবেশ করেছে সেগুলো আমরা তদন্ত করছি।

মন্তব্য নেওয়া বন্ধ।