চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে চলতি বছর সর্বমোট ১ হাজার ৭৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এদিন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় ৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এসময় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। তারমধ্যে সরকারি হাসপাতালে ৪৮ জন ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২০ জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ জন।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাস থেকে চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যে অক্টোবর মাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। মহানগর ও উপজেলা মিলিয়ে এই মাসে ৯২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছেন ১২ জন। যার মধ্যে শিশু ৪ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।