চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১৬ জন

চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬ জন। এই নিয়ে চট্টগ্রাম চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার পাঁচ জন। মারা গেছেন মোট ২৬ জন।

বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩ এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৩৭ জন রোগী।

ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। তিনি বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্বারোপ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।