ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গতকাল এক শিশুর মৃত্যুর খবরের পর এবার আরও ২ জন নিহতের কথা জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এনিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন। এরমধ্যে চলতি মাসেই ৭ জন নিহত হয়েছেন।
রোববার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
মৃত্যুবরণকারীরা হলেন- আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০)। এদের মধ্যে আব্দুল মান্নান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং মো. আলমগীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল মান্নান চমেক হাসপাতালে গত ১৪ জুলাই ভর্তি হন। ১৫ জুলাই তিনি মারা যান। আব্দুল মান্নান পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার বাসিন্দা।
অন্যদিকে মো. আলমগীর ১৫ জুলাই ভর্তি হন বেসরকারি পার্কভিউ হাসপাতালে। তিনিও পটিয়া উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৭৪ জন ভর্তি হয়েছে। এছাড়া দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮০৭ জন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৩৭৭ জন আক্রান্ত হয়েছেন। জুলাই মাসে ৯১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ৭ জন। জুনে ২৮২ জন আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ছয় জন, মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।
মন্তব্য নেওয়া বন্ধ।