চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৪৩ জন।

শনিবার (১২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নিহতের নাম নাসিমা আক্তার (৩২)। তিনি সীতাকুণ্ড থানা এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে শুক্রবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তার মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৫৬ এবং বেসরকারি হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৯৫ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।