চট্টগ্রামে ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম (৪৬) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ২৭। এর মধ্যে ১৪ জন শিশু। গত মঙ্গলবার ডেঙ্গুতে আলম আরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেনে এ তথ্য জানানো হয়।

নিহত নারী চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা। গত ৩০ জুলাই তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল বুধবার তার মৃত্যু হয়।

সিভিল সার্জন জেলা কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫২ন জন। এই নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৫ জন।

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী এখনো বাড়তির দিকে। আগস্ট মাসেও জুলাই মাসের মতো আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। আগামী দু-তিন মাস ডেঙ্গুর মৌসুম। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।