চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ১২৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। এই নিয়ে চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২৯৫ জন। এছাড়া মারা গেছেন ৭৩ জন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ৩৮২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৫ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ২০৭ জন ভর্তি রয়েছেন।

একমাত্র সচেতনতাই ডেঙ্গু থেকে রক্ষা করতে পারে জানিয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সকলকে মশার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।