চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যুর খবর জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১ জন নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন বলে জানায় প্রতিষ্ঠানটি।
ডেঙ্গুতে মৃত্যু হওয়া মর্তুজা বেগম নামে ওই নারী গত ২১ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ২২ নভেম্বর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবছর ডেঙ্গুতে ২১ নারীসহ মোট ৪০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
শুধু চলতি মাসে এরই মধ্যে মারা গেছেন ১৫ জন। যা এ বছরের সর্বোচ্চ।
মন্তব্য নেওয়া বন্ধ।