চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০৪ জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এই নিয়ে চলতি বছর সর্বমোট ২ হাজার ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় ১০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এসময় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৬ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলার বিভিন্ন উপজেলা এ পর্যন্ত ৫৩৭ জন এবং নগরে ১৪৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯৮৭ জন, নারী ৫২৭ জন এবং শিশু রয়েছে ৫০৩ জন।
এছাড়া ৪ শিশু ও ৭ নারীসহ মারা গেছেন ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।