চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এদিন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার (১২ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ এবং বেসরকারিতে ৫৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ২৫৩ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মোট ১ হাজার ১১৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ৬৪৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন চার জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে আক্রান্ত ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন তিন জন।
মন্তব্য নেওয়া বন্ধ।