চট্টগ্রামে ডেঙ্গুতে মেহেরিমা নামের ১৮ মাসের আরও এক শিশু প্রাণ হারিয়েছে। এ নিয়ে পরপর তিন দিন চট্টগ্রামে তিন মায়ের বুক খালি হলো ডেঙ্গুতে। চলতি মৌসুমে ডেঙ্গুতে ১৪ শিশু মারা গেলো। চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শিশু মেহেরিমা চট্টগ্রামের আকবর শাহ এলাকার মো. ইমরান ও ফারজানা দম্পতির সন্তান।
গত ১৮ জুলাই মেহেরিমা জ্বর হওয়ার পরপরই তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শয্যা না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চমেক হাসপাতালে চারদিন এনআইসিইউতে থাকার পর আজ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে এ পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জনে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৬৮ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন, জেনারেল হাসপাতালে ২২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫০ জন ভর্তি রয়েছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।