চট্টগ্রামে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হলেন ৬ হাজার ৬ জন। চলতি বছর ৫৩ জন ডেঙ্গুতে মারা যাওয়ার রেকর্ড হয়েছে। তবে ২৪ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।
শনিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৫ জন রোগীর মধ্যে চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে ফৌজদারহার বিআইটিআইডি হসপিটালে সর্বাধিক ৪৯ জন, চমেক হাসপাতালে ১৯ জন, জেনারেল হাসপাতালে ৭ জন, সিএমএইচে ২ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে একজন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি রয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে ২০২০ সালে আক্রান্ত হয়েছিলেন ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং গত বছর ৫ হাজার ৪৪৫ জন। এখনো ডেঙ্গুর মৌসুম সামনে আর চার মাস আছে। ইতোমধ্যে ছয় হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
ডেঙ্গুতে এবছর ৫৩ জন মারা গেছেন। তাদের মধ্যে আগস্টেই মারা গেলেন ২৮ জন।
মন্তব্য নেওয়া বন্ধ।