চট্টগ্রামে তিনদিনের মধ্যে সর্বনিন্ম করোনা রোগী

চট্টগ্রামে তিনদিনের মধ্যে সর্বনিন্ম করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ২০ জন আক্রান্ত মিলে। সংক্রমণ হার ১৫ দশমিক ২৬ শতাংশ।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর আট ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৫ জন ও উপজেলার ৫ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ২ জন এবং রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৯ হাজার ২৪৬ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ২৩৫ জন ও গ্রামের ৩৫ হাজার ১১ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

উল্লেখ্য, ১০ অক্টোবর ১৭২ জনের নমুনা পরীক্ষা করে করোনার ৩১ জন নতুন আক্রান্ত ধরা পড়ে। সংক্রমণ হার ১৮ দশমিক ০২ শতাংশ। ৯ অক্টোবর বিগত আগস্ট, সেপ্টেম্বর ও চলতি অক্টোবর মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়। এদিন নতুন ৪৬ জনের শরীরে করোনাভাইরাস মিলে। সংক্রমণ হার ২৭ দশমিক ২১ শতাংশ।

মন্তব্য নেওয়া বন্ধ।