চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ১৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১ রাউন্ড কার্তুজ, ১টি কিরিচ, ২টি ছুরি, ১টি চায়নিজ কুড়াল, ১টি হাতুড়ি এবং ১টি বিদেশি মদের খালি বোতল পাওয়া গেছে।

ওসি কাজী রফিক আহমেদ আরও বলেন, উদ্ধার হওয়া গুলি গত ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হয়েছিল। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন লোকজন। এর মধ্যে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে নগরের আটটি থানা ধ্বংসস্তূপে পরিণত হয়। থানা থেকে লুট করা হয় অস্ত্র-গুলি।

মন্তব্য নেওয়া বন্ধ।