চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা

চট্টগ্রাম নগরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ভারী বৃষ্টিতে নগরের অনেক এলাকা ডুবে গেছে।

আবহাওয়া দপ্তর জানায়, আষাঢ়ের শুরুতে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট- এই চার বিভাগেই নিয়মিত ভারি বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, সকালের বৃষ্টিতে নগরে বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করে। সরেজমিনে দেখা গেছে, নগরের দুই নাম্বার গেইট, ওয়ারলেস, প্রবর্তক মোড়, চকবাজার, আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অফিসে যাওয়া ও প্রয়োজনে বের হওয়া লোকজন বিপাকে পড়ে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, এ বৃষ্টি আরও কয়েক দিন চলবে। তবে তা থেমে থেমে হবে। একটানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত কম। এছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নগরের চকবাজারের মোহাম্মদ শাহ আলী লেনের বাসিন্দা আবদুল হামিদ বলেন, খালগুলো এখনও পরিষ্কার করা হয়নি। তাই বৃষ্টি হলেই ঘরবাড়িতে পানি উঠে যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

নগরের দক্ষিণ বাকলিয়া এলাকায় পানি জমে যাওয়ায় বিপাকে পড়েন চাকরিজীবী শাহাদাত হোসেন। তিনি বলেন, সকালে অফিসে যাচ্ছিলেন। কিন্তু গলির মুখে জলাবদ্ধতা হওয়ায় বিপাকে পড়েন।

মন্তব্য নেওয়া বন্ধ।