চট্টগ্রামে দক্ষ শ্রমিক তৈরি করবে এশিয়ান গ্রুপ

শ্রমিকদের দক্ষ করে কর্মক্ষেত্রে যুক্ত করতে নগরীর কালুরঘাট জোনে যাত্রা করেছে ‘এশিয়ান গ্রুপ ট্রেনিং সেন্টার’। দক্ষ শ্রমিকের অভাব ঘুচাতে যাত্রা করা এ সেন্টারে একসঙ্গে ১০০ শ্রমিককে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

বৃহস্পতিবার (১২ মে) সেন্টারের উদ্বোধন করেন এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম।

ওয়াসিফ আহমেদ সালাম বলেন, দক্ষ শ্রমিকরা কারখানার মূল চালিকাশক্তি। গার্মেন্টস ব্যবসায় সফলতার জন্য কারখানার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রামে দক্ষ শ্রমিক তৈরি করতে আমাদের এই উদ্যোগ।
তিনি আরো বলেন, এই ট্রেনিং সেন্টার দক্ষ শ্রমিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বেকারত্ব দূরীকরণে এশিয়ান গ্রুপের সামাজিক দায়বদ্ধতার আরেকটি নতুন প্রচেষ্টা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্রুপের নির্বাহী পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, মার্স ফ্যাশন এবং মোহরা এশিয়ার পরিচালক জাকির হোসেন, মো. খোরশেদ, ঝর্না সাহা প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।