চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন, পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। ২০২২ সালে ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।
কমেছে জিপিএ-৫। গত বছর যেখানে পেয়েছিল ১১ হাজার ৪৫০ জন সেখানে এবার পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। ২০২২ সালে পেয়েছিল ১৮ হাজার ৬৬৪ জন।
রোববার (১২ মে) বেলা ১১টার দিকে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এবার ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
ঘোষিত ফলাফলে দেখা যায়—
বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৮৪ দশমিক ১১ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ২৩ শতাংশ।
এবার জিপিএ-৫ পাওয়া ১০ হাজার ৮২৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৫৮৯ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৭ জন এবং মানবিকে ১৩৭ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। চট্টগ্রাম জেলাসহ অপর চার জেলায়ও এবার পাসের হার বেড়েছে।
কক্সবাজার জেলায় পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ, যা গতবছর ছিল ৭৭ দশমিক ২৫ শতাংশ। এ বছর পাসের হার বেড়েছে ৬ দশমিক ৩৯ শতাংশ।
রাঙামাটি জেলায় পাসের হার ৭২ দশমিক ৭২ শতাংশ, যা গতবছর ছিল ৬৭ দশমিক ৯২ শতাংশ। এ বছর পাসের পার বেড়েছে ৪ দশমিক ৮০ শতাংশ।
খাগড়াছড়ি জেলায় পাসের হার ৭২ দশমিক ২৫ শতাংশ, যা গতবছর ছিল ৬৮ দশমিক ৩৭ শতাংশ। এবছর পাসের পার বেড়েছে ৩ দশমিক ৮৮ শতাংশ।
বান্দরবান জেলায় পাসের হার ৭২ শতাংশ ৭০ শতাংশ, যা গতছর ছিল ৭০ দশমিক ৩০ শতাংশ। এবছর পাসের পার বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ।
মন্তব্য নেওয়া বন্ধ।