চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও দুই জন। তাদের একজন মরিয়াম বেগম (৪০), অপরজন আবদুল্লাহ আতাহার আহমেদ (২)। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।
শনিবার (১৯ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে সীতাকুণ্ডের আব্দুল্লাহ আতাহার আহমেদকে গত ২৮ জুলাই তার পরিবার নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করে। মরিয়ম বেগম গত ১০ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। দুজনই ১৭ আগস্ট প্রাণ হারান।
জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন।
তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।