চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে অভিযান চালিয়ে দুই নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ নভেম্বর) সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীর মোমিন রোড, রহমতগঞ্জ ও সিরাজদ্দৌল্লা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে নগরীর পাহাড়তলী ডিটি রোডের দুই পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৬ ব্যক্তিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদেরকে সহায়তা প্রদান করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।