চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর উদ্যেগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সিজেএম আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর সভাপতিত্বে এই কণফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, চমেক হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল মান্নান, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুহাম্মদ নওশাদ খান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. ফরিদা ইয়াসমিন, বিদ্যুৎ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) বেগম আইরিন পারভীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার, বেগম জিহান সানজিদা, মুহাম্মদ বেলাল হোসাইন, মাইনুল ইসলাম, বিশ্বেশ্বর সিংহ, আবু সুফিয়ান মো. নোমান, ফারজানা ইয়াছমিন, আব্দুল্লাহ খান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ, মাহমুদুল হক।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদীপ্ত সরকার , অতিরিক্ত পুলিশ সুপার র‍্যাব-৭ মো. ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম, আনোয়ারা সার্কেলের এএসপি মো. হুমায়ুন কবির, সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রোর এএসপি মো. আক্তারুজ্জামান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, চট্টগ্রামে বিআরটির মোটরযান পরিদর্শক মো. আনোয়ার হোসেন, ব্লাস্ট চট্টগ্রামের স্টাফ ল’ইয়ার তাসনিয়া আল সুলতানা।

এছাড়া চট্টগ্রাম জেলার সকল অফিসার ইনচার্জ, সিজেএম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।