চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর জাহাজ ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’। শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান।
জাহাজের আগমনে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য প্রতিনিধিরা এবং নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাজ ‘জিং গ্যাং শান’ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থান করবে। সফরের শুরুতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়।
চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার এডমিরাল ঝাই বাউরান এবং রিয়ার এডমিরাল সান ঝংগির নেতৃত্বে জাহাজ দুটি বাংলাদেশে আসছে। ‘চি জি গুয়াং’ জাহাজের দৈর্ঘ্য ১৬৩.৫ মিটার এবং ‘জিং গ্যাং শান’ জাহাজের দৈর্ঘ্য ২১০ মিটার।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চল, বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থান, বানৌজা ঈশা খান, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিএন আশার আলো স্কুল পরিদর্শন করবেন।
চীনা নৌবাহিনীর জাহাজের এই সফর দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। শুভেচ্ছা সফর শেষে জাহাজদ্বয় আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে।
মন্তব্য নেওয়া বন্ধ।