চট্টগ্রামের তিন উপজেলা পরিষদে প্রথম ধাপের নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। তিন উপজেলা হলো- সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ।
বৃহস্পতিবার (২১ মার্চ) তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
এর আগে সকালে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে সারাদেশের ১৫২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
এর মধ্যে রয়েছে- কক্সবাজার জেলার কুতুবদিয়া, সদর ও মহেশখালী; খাগড়াছড়ি জেলার মনিকছড়ি, লক্ষ্মীছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা; রাঙ্গামাটি জেলার সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল; বান্দরবান জেলার সদর, রোয়াংছড়ি, থানছি ও আলীকদম।
মন্তব্য নেওয়া বন্ধ।