চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান—YAK130 বিধ্বস্ত হয়েছে। বিমানের দুই পাইলট উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার অসিম প্যারাসুট ব্যবহার করে নামতে সক্ষম হয়েছেন। তাদেরকে উদ্ধার করে নেভি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বেলা ১০টার পর এ দুর্ঘটনা ঘটে।
বিমানবাহিনীর বরাতে পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, সকাল ১০টা ৩১ মিনিটে বিমানবাহিনী থেকে আমাদের কাছে ফোন আসে। সঙ্গে সঙ্গে আমিসহ আমাদের কর্মকর্তাগণ ঘটনাস্থলে যাই। তাঁরা জানিয়েছেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
তিনি আরও বলেন, পাইলটদের উদ্ধার বাংলাদেশ নৌ বাহিনীর অ্যাম্বুলেন্স যোগে প্রাথমিকভাবে নেভি হাসপাতালে পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হওয়া বিমান নৌবাহিনীর ডুবুরি, নৌ পুলিশ, ফায়ার ফাইটাররা কাজ করছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।