চট্টগ্রামে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আবদুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মাদুনাঘাট এলাকায় এই হত্যাকাণ্ড হয়।

পুলিশ জানিয়েছে, আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা।

দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মাঝ রাস্তায় প্রাইভেটকারের গতি রোধ করে। এরপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালায়, জানিয়েছে পুলিশ।

সূত্র জানিয়েছে, হাকিম সম্প্রতি রাউজানে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, ‘ঘটনার কারণ এখনো জানা যায়নি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পথচারীরা তাকে উদ্ধার করছেন। হাকিম চালকের বাম পাশে বসে ছিলেন।

গাড়ির উইন্ডশিল্ডে তিনটি বুলেট এবং জানালায় গুলির চিহ্ন দেখা যায় ভিডিওতে।

সাদা রঙের প্রাইভেটকার ঘিরে তিনজন অস্ত্রধারী দুর্বৃত্তকে হত্যাকাণ্ডে অংশ নিতে দেখা যায়। তাদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল।

এভারকেয়ার হাসপাতাল সূত্র জানিয়েছে, হাকিমকে মৃত অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।