চট্টগ্রামে ফেনসিডিল-গাঁজার চালান আটকে দিলো র‌্যাব

ভারত-বাংলাদেশের কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে ছয় কেজি গাঁজা ও ৩৫৬ বোতল ফেনসিডিল নিয়ে প্রাইভেট কারটি আসছিল চট্টগ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ে আটকালো র‌্যাব। এসময় প্রাইভেটকার চালক মো. জাবেদকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহাকারী পরিচালক (গণমাধ্যম) নূরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই বাজারের ফুট ওভার ব্রিজের নীচে পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করে একটি সাদার রঙের প্রাইভেটকার থেকে ৩৫৬ বোতল ফেনসিডিল ও ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এসময় জাবেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জাবেদ কুমিল্লা চৌদ্দগ্রামের ইসমাইল মিয়ার ছেলে। জিজ্ঞাসাবাদে জাবেদ জানান, তিনি দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছেন।

জাবেদকে মিরসরাইয় থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।