চট্টগ্রামে বনভয় ট্রাভেলসের পথ চলা শুরু

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট এবং ভিসা প্রসেসিং সেবা দিতে চট্টগ্রামে বনভয় ট্রাভেলসের যাত্রা শুরু হয়েছে।
রোববার (২৭ আগস্ট) দুপুরে আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে বনভয় ট্রাভেলসের উদ্বোধন উপলক্ষে বসেছিল অ্যাভিয়েশন শিল্পের সার্ভিস প্রোভাইডারদের মিলনমেলা।

ফিতা ও কেক কেটে বনভয় ট্রাভেলসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমি।

তারা বলেন, দেশের অর্থনীতি যত সমৃদ্ধ ও শক্তিশালী হচ্ছে অ্যাভিয়েশন শিল্পও বড় হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট এবং ভিসা প্রসেসিং সেবার চাহিদা দিন দিন বাড়ছে।

এ সময় বনভয় ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার রাহুল দাশগুপ্ত সুজনসহ ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম এভিশন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আসিফ চৌধুরী, সৌদি এয়ারলাইন্স চট্টগ্রামের ম্যানেজার আশিকুল ইসলাম শামীম, মাহবুবুল ইসলাম, ইকরামুল ইসলাম, থাই এয়ার লাইনসের ম্যানেজার মনোজিৎ সেনগুপ্ত, এমিরেটস এয়ারলাইন্স এর ম্যানেজার আনোয়ার সিদ্দিকী, কুয়েত এয়ারলাইন্সের ম্যানেজার মনজুরুল ইসলাম, জয়নাল আবেদীন জয়, নভো এয়ারলাইন্স ম্যানেজার ইফতেখার উদ্দিন প্রমূখ।

মন্তব্য নেওয়া বন্ধ।