চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে চারদিক ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার পরে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, বস্তিতে আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তারা।
মন্তব্য নেওয়া বন্ধ।