চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেতাগীতে বিদ্যুৎপৃষ্টে শরীরের ৮০শতাংশ পুড়ে যাওয়া স্কুল শিক্ষার্থী মাওয়া আক্তার (১৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাওয়া।
মারা যাওয়া স্কুল শিক্ষার্থী মাওয়া আক্তার রাঙ্গুনিয়া মরিয়ম নগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি মোঃ আলমগীরের মেয়ে। মরিয়ম নগর নুরুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
স্কুল শিক্ষার্থী মাওয়া গত ৭ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া গুনগুনিয়া বেতাগী নানার বাড়িতে বেড়াতে গেলে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তারের নিচে বালির স্তুপে খেলতে গেলে বিদ্যূৎপৃষ্ট হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ হাসপাতালে রেফার করেন। তিনদিন চিকিৎসা দিয়েও মাওয়াকে সেরে তোলা যায়ানি।
এদিকে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের চরম দায়িত্ব অবহেলা ও স্থানীয় জন প্রতিনিধিদের নির্লিপ্ততায় একটি ফুটফুটে শিশুর যন্ত্রণাদায়ক মৃত্যুতে রাঙ্গুনিয়ায় নিন্দার জড় উঠে। দায়ি ব্যাক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে মাওয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য নেওয়া বন্ধ।