চট্টগ্রামে বিশেষ শিশুদের অভিভাবকদের জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কর্মশালা সম্পন্ন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের সেন ডিপার্টমেন্টে সম্পন্ন হলো অটিজম শিশুদের অভিভাবকদের জন্য আয়োজিত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির উপর দিনব্যাপী কর্মশালা। কর্মশালার শিরোনাম ছিল “Workshop for Parents: Speech & Language Therapy Perspective.”

কর্মশালাটি পরিচালনা করেন ঢাকার স্বনামধন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ও স্পিচ এইড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক কৌশিক আহমদ কবির। ১৩ জুলাই শনিবার স্কুলের পাঁচলাইশ আবাসিক ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মশালাটি সম্পন্ন হয়।

কর্মশালার শুরুতে সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু বলেন শিশুদের দেরিতে কথা বলার সমস্যা মোকাবেলায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি খুব সক্রিয় ভূমিকা রাখতে পারে এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের লক্ষ্যে এই কর্মশালাটি আয়োজন করা হয়। সিভা স্কুলে সেন ডিপার্টমেন্টে প্রায় ১২০ এর অধিক অটিজম শিশুদের আলাদা একাডেমিক শিক্ষা ও থেরাপি দেয়া হয় আমাদের স্কুলে স্পেশাল এডুকেটর, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, বিহেভিয়র থেরাপিস্ট রয়েছে।

সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মুরাদ বলেন প্রতিষ্ঠার শুরুতে সিভা শুধু স্বাভাবিক শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করলেও পরবর্তীতে মানবিক দৃষ্টিকোন থেকে অটিজম শিশুদের জন্য আলাদা সেন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে অটিজম শিশুদের বিকাশ ও উন্নয়নে বিগত ৮ বছর ধরে কাজ করে যাচ্ছে এবং এই পর্যন্ত প্রায় হাজারের অধিক শিশু সিভা সেন ডিপার্টমেন্ট থেকে একাডেমিক শিক্ষা ও থেরাপি নিয়ে স্বাভাবিক জীবন যাপন ও পড়াশুনা করে যাচ্ছে।

উক্ত কর্মশালায় সিভা সেন ডিপার্টমেন্টের অটিজম শিশুদের অভিভাবকবৃন্দ, পরিবার, স্কুলের শিক্ষকমন্ডলী, ব্যবস্থাপক, ও থেরাপিষ্টরা সহ প্রায় ৬০ জন অংশগ্রহন করে এবং পরে কর্মশালায় অংশগ্রহনকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।