চট্টগ্রামে গাঁজা, ভারতীয় কাপড় এবং ওষুধসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে পুলিশ। রোববার(১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-০৭।
শনিবার রাত ১০টার দিকে কৈবল্যধাম আশ্রম গেইট এলাকায় আভিযান চালিয়ে একটি পিকআপ থেকে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় পিকআপ থেকে পালানোর চেষ্টাকালে রাহাত ইসলাম জোবায়ের (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে পিকআপ তল্লাশি করে ৪০ কেজি গাঁজা, প্রায় আড়াই হাজার পিস চোরাই ভারতীয় ব্লাউজ, ফতুয়া, ম্যাক্সি ও শাড়ি এবং বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে অবৈধভাবে মালামাল এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আসামি ও জব্দকৃত মালামাল আকবরশাহ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য নেওয়া বন্ধ।