অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ওয়ান বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশুতোষ দাসের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পন অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী বলেন, বাঙালির স্বাধীনতা আন্দোলনের সূচনা পাঠ হলো এই ভাষা আন্দোলন। ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশুতোষ দাস বলেন, ১৯৫২ সালে ভাষা শহীদরা শুধু বাংলাকেই প্রতিষ্ঠা করেননি বরং বিশ্বের মাঝে নিজ মাতৃভাষাকে অধিষ্ঠিত করেছেন মযার্দার আসনে। বিশ্বের প্রতিটি দেশ এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। তাই একুশে ফেব্রুয়ারি বাঙালিদের জীবনে শোকাবহ ও গৌরবোজ্জ্বল একটি দিন।
সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার প্রামাণিক বলেন, ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার রক্তবীজ রোপিত হয়েছে। আর ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ প্রতিষ্ঠা পায়। তাই অমর একুশ বাঙালির ত্যাগের মহিমায় চির অম্লান এক উজ্জ্বল দিন। ’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সদস্য অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা চৌধুরী, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলামসহ আরও অনেকে।
মন্তব্য নেওয়া বন্ধ।