চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারে সাহেদ হোসেন ওরফে মনা খুনের ঘটনায় করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (১২ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—প্রধান আসামি জুয়েল (৩৪), সহযোগী বশির (২৬), সাগর (২৮) ও জুয়েল ওরফে ছোট জুয়েল (২৫)। বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চৈঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হত্যাকারীরা ও মনা আগে একপক্ষে থাকলে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে আলাদা দুইটি পক্ষ তৈরি হয়। এ বিরোধের জেরেই মূলত মনার ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যায়। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে পালানোর চেষ্টা করেছিল।”
উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে নগরের কোতোয়ালী থানার স্টেশন রোডে পাখি মার্কেট এলাকায় খুন হন সাহেদ হোসেন মনা। তিনি নিজেও একটি কিশোর গ্যাংয়ের প্রধান ছিলেন। পুলিশের তালিকাভুক্ত আসামি তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।