চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে ৬১৮ বোতল ফেনসিডিলসহ মো. সুলতান আহম্মদ (৩৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। মঙ্গলবার (৩১ অক্টোর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তার সুলতান আহম্মদ নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানার চারিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ সুলতান আহম্মদকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি মোতাবেক চারিয়া পাড়া এলাকার একটি ভবনের পাঁচতলার বাসা থেকে আরও ফেনসিডিল উদ্ধার করা হয়। মূলত গ্রেপ্তার আসামি অন্য সহযোগীদের যোগসাজশে ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেনসিডিল ব্যবসা করে আসছিল।
এ ঘটনায় মামলা পরবর্তী গ্রেপ্তার আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।