চট্টগ্রামে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী থানায় সাত বছর আগের ইয়াবা মামলায় মো. গিয়াস উদ্দীন (৩৫) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে বর্তমানে আসামি গিয়াস পলাতক রয়েছে। সাজা পরোয়ানামূলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন।

আসামি গিয়াস উদ্দীন চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা তিন নম্বর ওয়ার্ড মধু মাঝীর বাড়ির আহম্মেদ ছফার ছেলে।

কর্ণফুলী থানা পুলিশ ২০১৫ সালের ৫ ডিসেম্বর অভিযান পরিচালনা করে মো. গিয়াস উদ্দীনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১৬ সালের ১০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী জানান, পাচঁজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. গিয়াস উদ্দীনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। গিয়াস জামিনে গিয়ে পলাতক রয়েছে। সাজা পরোয়ানামূলে গিয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।

মন্তব্য নেওয়া বন্ধ।