চট্টগ্রামে যান নিয়ন্ত্রণে মাঠে নামছে পুলিশ

চট্টগ্রাম নগরীতে যান নিয়ন্ত্রণে টাফিক পুলিশ মাঠে নামছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সাইফুল ইসলাম। সোমবার (১২ আগস্ট) থেকে পুলিশ মাঠে থাকবে। আর তাদের সহায়তা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসন ও সিএমপির যৌথ সভায় এই ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানে সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগী কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিএমপি কমিমনার সাইফুল ইসলাম, অতিরিক্ত কমিশনার মাহতাব উদ্দীন, আব্দুল মান্নান, এমএ মাসুদ, আব্দুল ওয়ারিশ, ডিসি কাউন্টার টেরোরিজম লিয়কত আলী খানসহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বৈঠকটি মূলত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সিএমপির ক্ষতিগ্রস্থ স্থাপনা দেখানোর জন্য আয়োজন হলেও সমন্বয়ক রাফি সিএমপির ক্ষতি দেখার আগে শহীদদের ঘরে যাওয়ার ঘোষণা দিলে সিএমপি কমিশনার সেটি গ্রহণ করতে বাধ্য হন। পরে বিভাগীয় কমিশনার, সিএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের সবাই সমন্বয়কদের নিয়ে শহীদ শান্তর বাসায় যান।
বৈঠকে সমন্বয়ক রাফি, রাসেল, ইমনসহ প্রায় সকল সমন্বয়ক উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার তোফায়েল বলেন, রাস্তায় শিক্ষার্থীরা আমার গাড়িও চেক করেছে। আমি পরিচয় না দিয়ে জিজ্ঞেস করলাম-কেন চেক করলে? জবাবে তারা জানায় গাড়িতে অস্ত্র বহণ করা হয় এবং আমাদের চেকিংয়ে ধরা পড়েছে। তাদের এই সাহসিকতার প্রশংসাও করেন তিনি।

এক পর্যায়ে দুঃখ প্রকাশ করে সরকারের এই আমলা বলেন, এতদিন তোমাদের মতো যোগ্য সন্তানরা আমাদের থেকে দূরে ছিলে। এটি সত্যিই দুঃখজনক। আমরা দেশকে এক সঙ্গে এগিয়ে নিবো।

মন্তব্য নেওয়া বন্ধ।