বিএনপি জামায়াতের ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন ফের আগুন-সন্ত্রাসের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীতে। রাত ৯টার পর নগরীর আকবরশাহ ও দামপাড়া এলাকায় ২টি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে একটি বাসের চালক দগ্ধ হয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) রাত রাত সাড়ে ৯টার দিকে আকবরশাহ থানার আকবরশাহ মাজারের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে দামপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসচালক মো. তারেক (৪৫) হালকা দগ্ধ হন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর বলেন, আকবরশাহ মাজারের সামনে রাস্তায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় লোকজন।
চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন বলেন, রোববার রাতে মোটরসাইকেলে আরোহী দুই যুবক বাসটির চালকের আসনের পাশের জানালা দিয়ে মশাল জাতীয় কিছু একটা ছুড়ে মারে। এতে বাসটির চালক হালকা দগ্ধ হয়। তবে বাসটিতে আগুন লাগেনি।
এর আগে, রাত ৯টা ৩৫ মিনিটে আকবরশাহ থানা এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।